নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.) : বিহার বিধানসভা নির্বাচনে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী বিজেপি নেতৃত্ব। পাশাপাশি গুজরাট এবং মধ্যপ্রদেশে উপনির্বাচনগুলিতেও ভালো ফল করবে দল বলে মনে করে গেরুয়া শিবির।মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা দলের নতুন কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।এই বৈঠক প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখপাত্র দুষ্মন্ত কুমার গৌতম জানিয়েছেন, বৈঠকে বিহার বিধানসভা নির্বাচন এবং একাধিক রাজ্যে উপনির্বাচন নিয়ে দলের রণকৌশল সংক্রান্ত আলোচনা হয়েছে। বিহার বিধানসভা নির্বাচন ছাড়াও মধ্যপ্রদেশ এবং গুজরাটে ৫৮ টি আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এই আসনগুলিতে অভিযোগে ভালো ফল করবে।বিহার বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি।
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন সে বিষয়টিও বৈঠকে উঠে আসে।এই বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়। ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৮৫ শতাংশ।মৃত্যুর হার নেমে দাঁড়িয়েছে ১. ৫ শতাংশে।সংকটের এই পরিস্থিতিতে জনগণের মাঝে ছিল বিজেপি নেতারা।বিজেপি কিষাণ জাগরণ অভিযান প্রতিটা ঘরে নিয়ে যাবে।নতুন কৃষি আইন সম্পর্কে দেশবাসীকে জাগ্রত করতে হবে।কিন্তু দেশকে বিভ্রান্ত ক্রমাগত করে চলেছে কংগ্রেস। নতুন সময় মহিলা এবং পুরুষদের সমানাধিকার নিশ্চিত করবে।অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরও পেনশন প্রদান করা হবে।