গুয়াহাটি, ৬ অক্টোবর (হি.স.) : ভোট আসার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ির খেলা শুরু হয়ে যায়। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে অসমেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা শুরু হয়েছে। অসম প্রদেশ বিজেপি মুখপাত্ৰ ফণী পাঠক মঙ্গলবার কংগ্ৰেসের নেতা কর্মীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, এই দল সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত। তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ খুবই বেমানান।
আজ এক প্রেস বার্তায় ফণী পাঠক বলেছেন, কংগ্ৰেসের নেতা কর্মীরা দুর্নীতি করে গত ১৫ বছর রাজভাড়ার লুটেছে। সরকারের প্ৰত্যেকটি বিভাগে নিয়োগ, ঠিকা দেওয়ার নাম করে নেতা কর্মীদের দুর্নীতির কথা সকলেই জানে। ভুয়ো রেশন কার্ড থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনার অধীনে দারিদ্র্য সীমারেখার নীচে বসাসকারী মানুষের জন্য বরাদ্দ ঘরও কংগ্ৰেসের নেতা কর্মীরা আত্মসাৎ করেছেন। এমন-কি সমাজকল্যাণ বিভাগ কর্তৃক শিশুদের জন্য বরাদ্দ তাদের মুখ থেকে পুষ্টিকর আহারও কেড়ে নিয়েছেন কংগ্ৰেসের মন্ত্রী বিধায়ক নেতা কর্মীরা। এ ধরনের বহু অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে তুলেছেন বিজেপির মুখপাত্ৰ ফণী পাঠক। প্রেস বার্তায় তিনি দাবি করেছেন, রাজ্যের বর্তমান বিজেপি সরকার দুর্নীতির সঙ্গে কখনও কোনও আপস করেনি। দুর্নীতির সঙ্গে জড়িত ভারতীয় সিভিল সার্ভিস পর্যায়ের অধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, শীর্ষ প্রশাসক, ডিএফও, ডিরেক্টর, সার্কল অফিসার কাউকে ছাড়েনি এই সরকার। সবাইকে জেলে ঢুকিয়েছে। সেই সঙ্গে তিনি এ-ও বলেছেন, কংগ্ৰেস যতই কৌশল করুক না-কেন, বিজেপিকে কখনও তাঁরা লক্ষ্যভ্ৰষ্ট করতে পারবে না। তিনি আরও বলেন, আসন্ন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অসমবাসীর ভোটে ফের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে জোট সরকার গঠন হবে। বিজেপি সরকার ইতিমধ্যেই একলক্ষ ভূমিহীন পরিবারকে জমি পাট্টা বিতরণ করেছে। বিজেপি সরকারের এই পদক্ষেপকে তিনি এযাবৎকালের সর্বশ্ৰেষ্ঠ সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
এছাড়া বিজেপির প্রদেশ মুখপাত্ৰ ফণী পাঠক অভিযোগের সুরে এ-ও বলেছেন, কংগ্ৰেস দল বর্তমানে হতাশায় ভুগছে, তাই এঁরা বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ড করে সাধারণ মানুষকে বিভ্ৰান্ত করার চেষ্টা করছে।