নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া সিএনজি স্টেশন সংলগ্ণ এলাকার একটি লেবু বাগান থেকে এক মোটর শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম রতন পাল৷সংবাদ সূত্রে জানা গেছে ২২ গড়িয়া এলাকার রতন পাল গতকাল থেকে নিখোঁজ ছিল৷বাড়ি ঘরে ফিরে না যাওয়ায় তার বড় ভাই সহ পরিবারের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছিলেন৷
সোমবার ভোর নাগাদ তেলিয়ামুড়া সিএনজি স্টেশন সংলগ্ণ এলাকায় তার গাড়িটি পড়ে থাকতে দেখেন তাঁর বড় ভাই৷সিএনজি স্টেশন সংলগ্ণ লেবু বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে রতন পাল নামে ওই যুবকের মৃতদেহ৷ ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷
খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে নিয়ে যায়৷ কেন এই আত্মহত্যার ঘটনা সে সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি৷ মৃতের বড় ভাই জানিয়েছেন তার দুটি সন্তান এবং স্ত্রী সহ অন্যান্য আত্মীয়-পরিজন রয়েছেন৷ কেন এই ঘটনা সংঘটিত হলো তা পরিবারের লোকজন আচ করতে পারছেন না৷ মোটর শ্রমিকের ফাঁসিতে আত্মহত্যার সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

