নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি. স.): প্রতিবছর উত্তর ভারতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জেরে বিপুল পরিমাণ বায়ুদূষণ তৈরি হয়।এই নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এ বিষয়ে কেন্দ্র, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করেছে।এদিন প্রধান বিচারপতি এ এস বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো রোধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এবং ব্যাপক পদক্ষেপ নেওয়ার রূপরেখা তৈরি করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ অক্টোবর।এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন ফসলের অবশিষ্টাংশ পড়ানোর জেরে যে ধোয়া তৈরি হয় তাতে করে কি করোনা নির্মূল হয়ে যাবে। এর উত্তরে আইনজীবী বিকাশ সিংহ জানিয়েছেন উল্টে বিভিন্ন ধরনের রোগ আরো বেশি হারে বৃদ্ধি পাবে। পিটিশন কারি আইনজীবী শ্যাম দিওয়ান জানিয়েছেন, রাজ্য সরকারগুলির উচিত কড়া পদক্ষেপ গ্রহণ করা। কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র ব্যবহার করে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নির্ধারণ করা উচিত।এই অবশিষ্টাংশ যদি বিক্রি হয় তার থেকে কৃষকদের অন্যতম অর্থ প্রদান করা উচিত।তখন প্রধান বিচারপতি রাজ্যগুলিকে নোটিশ জারী করে জানতে চায় কিভাবে এবার ফসলের অবশিষ্টাংশ পোড়ানো রোধ করা যাবে। রাজ্যগুলিকে শীঘ্রই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
2020-10-06