নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ অক্টোবর৷৷ আবারও বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ৷ টাইলস বোঝাই গাড়িতে করে পাচারের সময় ২৫ হাজার শিশি নেশার কফসিরাপ ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ উদ্ধারকৃত নেশার ওষুধগুলির আনুমানিক বাজারমূল্য সোয়া কোটি টাকা৷ এগুলির সঙ্গে তিনজনকে আটক করেছে পুলিশ৷ তারা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে৷
এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সোমবার চোরাইবাড়ি থানার সামনে জাতীয় সড়কে ইউপি ৭৫ এম ৩২২২ নম্বরের ১২ চাকার ট্রাক আটক করা হয়েছিল৷ ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ হাজার শিশি ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, ফেন্সিডিল পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে৷ ধৃতদের বিনয় কুমার (৩০), মোহিত সিং (১৮) এবং রাহুল যাদব (২৫) বলে শনাক্ত করা হয়েছে৷ তিনজনেরই বাড়ি উত্তরপ্রদেশের এটাহ এলাকায় অবস্থিত৷
উত্তর ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত তিনজনকে জেরা করে সঠিক তথ্য পাওয়া যায়নি৷ তাদের বক্তব্যে অসংলগ্ণতা পাওয়া গিয়েছে৷ তাই তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে৷