লন্ডন, ৪ অক্টোবর (হি.স.): ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ক্রিস ওকস। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। জ্যাক ক্রলিকে দেওয়া হয়েছে বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার।
পেশাদার ক্রিকেটারদের ভোটে পিসিএর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে ক্রিস ওকস বলেছেন, পেশাদার ক্রিকেটারদের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সম্মানবোধ করছি। এর আগে দুর্দান্ত সব ক্রিকেটার এ পুরস্কার জিতেছেন। তাদের সারিতে ওঠা দারুণ এক অনুভূতি।
ব্যাট ও বল হাতে দারুণ একটি ইংলিশ গ্রীষ্ম কাটানোর পর এই প্রথম বর্ষসেরার পুরস্কার ‘রেগ হায়টার কাপ’ জিতলেন ৩১ বছর বয়সী ওকস। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়ে তার বড় অবদান ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও উজ্জ্বল ছিলেন তিনি।