৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সমস্ত স্কুল

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.): দিল্লিজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতিতে স্কুলপড়ুয়াদের নিরাপত্তা দিকটি খতিয়ে দেখে ৩১ অক্টোবর পর্যন্ত গোটা দিল্লিজুড়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার এই কথাই জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

এদিন তিনি জানিয়েছেন যে ৩১ অক্টোবর পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য বন্ধ থাকবে।উল্লেখ করা যেতে পারে আগে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছিল ৫ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। কিন্তু সেই ছুটির দিন আরও সম্প্রসারিত করা হল। প্রসঙ্গত বিগত ২৪ ঘন্টায় গোটা ভারতজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৫, ৮২৯। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৬৫ লাখের বেশি।