হায়দরাবাদ, ৩ অক্টোবর (হি. স.): দেশের তরুণ প্রজন্মের মধ্যে কৌশল এবং দক্ষতা বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে আগামী দিনে কারিগরি শিক্ষার প্রসারে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হবে মডেল আইটিআই। প্রতিটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে দশ কোটি টাকা। শনিবার হায়দরববদে মাল্লেপল্লীতে একটি মডেল আইটিআই এর উদ্বোধন করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি।
এদিন জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, দেশের আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মডেল আইটিআই কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে। এই মডেল আইটিআই কেন্দ্রগুলোতে কোম্পানি এবং শিল্পে চাহিদা অনুযায়ী পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। মডেল আইটিআই গড়ে তুলতে প্রতিটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। এর মধ্যে সাত কোটি টাকা দেবে কেন্দ্র এবং বাকি তিন কোটি টাকা দেবে সংশ্লিষ্ট রাজ্য। দেশজুড়ে প্রায় ১৫ হাজার মডেল আইটিআই গড়ে তোলা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও কৌশলী করে তুলতে হবে।

