খোয়াই জেলা হাসপাতালে করোনা আক্রান্তকে মৃত ঘোষণা, চিকিৎসক পুত্রের প্রচেষ্টায় শ্বাস নিলেন পিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ আবারো চিকিৎসাক গাফিলতিতে খোয়াই জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে৷ মৃতের নাম তরুণ নাগ৷ বাড়ি খোয়াই শহর সংলগ্ণ আমলা পাড়া এলাকায়৷ সংবাদপত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ শ্বাসকষ্টজনিত কারণে তরুণ বাবুকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজনরা৷


খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন৷ তাতে করোনা পজেটিভ আসে৷ করোনা পজিটিভ আসার পর চিকিৎসকরা তার গায়ে আর স্পর্শ করেনি৷ শ্বাসকষ্ট জনিতরোগে আক্রান্ত ওই ব্যক্তি করোনা পজিটিভ হওয়ায় তাকে মৃত বলে সার্টিফিকেট দিয়ে দেয় হাসপাতাল থেকে৷ সংবাদ সূত্রে জানা গেছে তরুণ নাগের পুত্র তৃদ্বীপ নাগ বর্তমানে জিবি হাসপাতাল জুনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন৷


বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে জিবি হাসপাতাল থেকে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যান চিকিৎসক পুত্র৷ ততক্ষণে খোয়াই জেলা হাসপাতাল থেকে তরুণ নাগকে মৃত বলে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়৷ খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা সন্তুষ্ট না হয়ে চিকিৎসক তৃদ্বীপ নাগ নিজে নিজে হাত লাগান চিকিৎসা কাজে,৷ প্রকৃতপক্ষে তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল৷ চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী পাম্প করে তরুণ বাবুর জ্ঞান ফিরিয়ে আনেন চিকিৎসক পুত্র৷ জ্ঞান ফিরে আসতেই চিকিৎসক পুত্র বাবাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত জিবি হাসপাতাল এর উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেন৷


অবশ্য জিবি হাসপাতালে নিয়ে আসার পথে সুবল সিং পাহাড় এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ বাবু৷ এব্যাপারে মৃত তরুণ নাগের কন্যা অভিযোগ করেছেন জেলা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির কারণেই তার বাবার মৃত্যু হয়েছে৷কর্তব্যরত চিকিৎক প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করলে তার বাবার মৃত্যু হত না বলে দাবি করা হয়েছে৷প্রকৃতপক্ষে করোনাআক্রান্ত হওয়ার কারণেই চিকিৎসক কোন ধরনের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়েছে৷ সময়মতো উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হলে তার মৃত্যু হতনা বলে দাবি পরিবারের লোকজনদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *