BRAKING NEWS

নাগাল্যান্ডে করোনায় আক্রান্ত নতুন ১২৩ জন, সংখ্যা বেড়ে ৬১৬৩

কোহিমা, ১ অক্টোবর (হি.স.) : নাগাল্যান্ডে নতুন করে ১২৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে, মোট আক্রান্তের সংখ্যা ৬,১৬৩-তে গিয়ে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬৮ জন মন জেলার, ডিমাপুরের ৩৭ জন, কোহিমার ১৬ জন এবং তুয়েনসাং জেলার ২ জন রয়েছেন।

রাজ্যে বর্তমানে ১,০৭৫ জন করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ৫০২০ জন। নাগাল্যান্ডে সুস্থতার হার ৮১.৪৫ শতাংশ।

স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তাঁদের মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। রাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্য নিহতদের মধ্যে পাঁচ জন অন্য রোগে আক্রান্ত ছিলেন এবং পাঁচ জনের মৃত্যুর কারণ খোঁজ চলছে। এদিকে, করোনা আক্রান্ত হয়ে অন্য রাজ্যে গেছেন ৪৬ জন। ওই সংখ্যা ক্রমশ বাড়ছে।

নাগাল্যান্ডে জেলাভিত্তিক করোনা আক্রান্তের তথ্যে দেখা গিয়েছে ডিমাপুরে ৩২৩০ জন, কোহিমায় ১৯৪৭ জন, মন জেলায় ৩৮৩ জন, পেরেনে ২৭২ জন, জুনহেবতোয় ১২৩ জন, তুয়েনসাঙে ৮০ জন, মককচুঙে ৪৬ জন, ফেকে ৩৫ জন, বখায় ২৬ জন, কিফিরে ১২ জন এবং লংলেঙে ৯ জন রয়েছেন। মোট করোনা আক্রান্তের মধ্যে ২৯৩০ জন সুরক্ষা কর্মী, ১৪৯৭ জন বহিঃরাজ্য থেকে এসেছেন, ১৩৯৪ জন করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়েছেন এবং ৩৪২ জন সামনের সারির যোদ্ধা রয়েছেন। নাগাল্যান্ডে এখন পর্যন্ত ৭৯,৭১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *