নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি. স.): করোনা সংকট পরিস্থিতির মধ্যে ভারত যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
পুনরায় ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের মুখোমুখি হন রাজাপক্ষে। সেখানে ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, বিশ্বজোড়া করোনা পরিস্থিতির মধ্যে ভারত যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়।
এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত বরাবর শ্রীলঙ্কাকে গুরুত্ব দিয়ে এসেছে। সব অঞ্চলের নিরাপত্তা এবং শান্তি বৃদ্ধির দিকে নজর দিয়ে ভারত বরাবর তার প্রতিবেশীর পাশে গিয়ে দাঁড়িয়েছে।ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক কয়েক হাজার বছরের। সম্প্রতি ভারত মহাসাগরে এমটি নিউ ডায়মন্ড জাহাজের অগ্নি নির্বাপনের শ্রীলঙ্কার সাহায্য ভারত যেভাবে করেছে তার প্রশংসা করেন রাজাপক্ষে।