নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রাণঘাতী করোনাভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত ভারতে। বাড়তে বাড়তে ভারতে ৫৯-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৯,০৩,৯৩৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৮৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫,৩৬২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৩,৩৭৯ জন এবং মোট সংক্রমিত ৫৯,০৩,৯৩৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৮,৪৯,৫৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬০ হাজার ৯৬৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯৩,৩৭৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৬০৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৪ জন, অসমে ৬২৫ জন, বিহারে ৮৭৮ জনের, চন্ডীগড়ে ১৪৫ জন, ছত্তিশগড়ে ৭৭৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,১৪৭ জনের, গোয়া ৩৮৬ জন, গুজরাটে ৩,৩৯৩ জনের, হরিয়ানায় ১,২৭৩ জনের, হিমাচল প্রদেশে ১৫৭ জনের, জম্মু-কাশ্মীরে ১,১০৫, জনের, ঝাড়খণ্ডে ৬৬১ জনের, কর্ণাটকে ৮,৪১৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৩৫ জন, লাদাখে ৫৬ জন, মধ্যপ্রদেশে ২,১৫২ জন, মহারাষ্ট্রে ৩৪,৭৬১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬৩ জন, মেঘালয়ে ৪৩ জন, নাগাল্যান্ডে ১৬ জন, ওডিশায় ৭৬৭ জনের, পুদুচেরিতে ৪৯৪ জন, পঞ্জাবে ৩,১৩৪ জন, রাজস্থানে ১,৪১২ জনের, সিকিমে ৩১ জন, তামিলনাড়ুতে ৯,১৪৮ জন, তেলেঙ্গানায় ১,০৯১ জন, ত্রিপুরায় ২৬৬ জন, উত্তরাখণ্ডে ৫৫৫ জন, উত্তর প্রদেশে ৫,৪৫০ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৬৬৫ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৮ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮২.১৪ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৬.২৮ শতাংশ রোগী।