কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিল প্রাণ! প্রয়াত হলেন পরমাণু বিজ্ঞানী, অটোমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখর বসু। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। দেশের পরমাণু সাবমেরিন ‘অরিহন্ত’-এর মূল স্থপতি শেখর বসু কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ছিলেন, এছাড়াও কিডনির রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৪.৫০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শেখর বসু পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ পান ২০১৪ সালে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র শেখর মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরেই যোগ দেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক) ‘-এ। পরে বার্ক-এর অধিকর্তা হন। কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের সচিব ও পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত বার্ক-এর অধিকর্তার দায়িত্বেই ছিলেন। দেশে পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন ও বিভিন্ন পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান ছিল শেখরের।