BRAKING NEWS

অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাদল অধিবেশন।চলতি মাসের ১৪ তারিখ থেকে বসেছিল রাজ্যসভার বাদল অধিবেশন। এই অধিবেশনে এখনো পর্যন্ত ২৫ টি বিল পাশ করানো হয়েছে। এছাড়াও ছয়টি নতুন বিল সংসদের উচ্চকক্ষের পেশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রাজ্যসভায় সাতটি বিল পাশ হয়।এরমধ্যে ডাল, আলু, খাদ্যশস্য, সরষের তেল, পেঁয়াজকে অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার বিলও পাশ হয়েছে।বুধবার রাজ্যসভায় অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়ার ঘোষণা করেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।সেই সময় রাজ্যসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চেয়ারম্যান জানিয়েছেন এবারের অধিবেশনে ২৫ টি বিল পাশ হয়েছে। এছাড়াও আরও ছয়টি বিল পেশ করা হয়েছে। বাদল অধিবেশনে আলোচনা করার জন্য নির্ধারিত সময়ে ছিল ৩৮.৩০ ঘন্টা। নির্ধারিত সেই সময় থেকে বেশি কাজ হয়েছে।সব মিলিয়ে রাজ্যসভায় আলোচনা হয়েছে ৩৮. ৪১ ঘন্টা।মনে করা হচ্ছিল অধিবেশনে আঠারোটি বৈঠক হবে। সেখানে বৈঠক হয়েছে মাত্র দশটি।রাজ্যসভার ইতিহাস এই প্রথমবার শনি ও রবিবার অধিবেশন বসেছে।কৃষি বিল পেশের সময় বিরোধী দলের সাংসদরা যে আচরণ করেছে তা আগামী দিনে যাতে না হয় সেই দিকে ইঙ্গিত করেছেন চেয়ারম্যান।উল্লেখ করা যেতে পারে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বাদল অধিবেশন ১৪ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর বাড়বাড়ন্তর কারণে এবং একাধিক সাংসদ করোনা সংক্রামিত হওয়ার ফলে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়ার ঘোষণা করেন চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *