থানে, ২০ সেপ্টেম্বর (হি.স.): করোনা ভাইরাসকে জয় করলেন মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধা ।করোনাকে হার মানিয়ে রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি মহারাষ্ট্রের থানের ওই বাসিন্দা। এদিন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে।যাওয়ার সময় হাসপাতালের নার্স ও ডাক্তারেরা তাঁকে সম্মানও জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ওই হাসপাতালের এক ডাক্তার ডিসচার্জ সার্টিফিকেট হাতে নিয়ে বৃদ্ধার একটি ছবি শেয়ার করেছেন। এমনকী হাসপাতালে উপস্থিত মিডিয়াকেও সেই ডিসটার্জ সার্টিফিকেট শো করেছেন তিনি। এবং আশ্চর্য ভাবে ১০ দিনেই করোনাকে হারিয়েছেন তিনি। ডোম্বিভালির ক্যান্টিন চালান এই মহিলা করোনা আক্রান্ত হওয়ার পর কোনও হাসপাতাল তাঁকে ভরতি নিতে রাজি হচ্ছিল না। এর পর কল্যাণ ডোম্বিভালির মিউনিসিপাল কর্পোরেশনের সভলারাম ক্রিদা সংকুল (স্পোর্টস কমপ্লেক্স)-এ করোনা রোগীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল সেখানেই ভরতি করা হয়েছিল বৃদ্ধাকে। সেখানকার ডাক্তার ও নার্সদের যত্নে ফের একবার প্রাণ ফিরে পেয়েছেন মহিলা। তবে করোনাকে জয় করে শেষ পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফেরার ঘটনায় বেজায় খুশি পরিবারের সদস্যরা।