রাজ্য সরকারের কাছে করোনা মোকাবিলা সংক্রান্ত আরও জবাব চাইল উচ্চ আদালত

আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর (হি. স.)৷৷ করোনা ইস্যুতে সুয়োমোটো মামলায় ত্রিপুরা হাইকোর্ট আরও কিছু বিষয়ে ত্রিপুরা সরকারের কাছে জবাব চেয়েছে৷ আগামী ২৮ সেপ্ঢেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত৷ অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, ত্রিপুরা সরকার উচ্চ আদালতে করোনা মোকাবিলায় সুনির্দিষ্ট প্রশ্ণের জবাবে হলফনামা দিয়েছে৷ আজ নতুন করে আরও ১৪টি বিষয়ে আদালত জানতে চেয়েছে৷


প্রসঙ্গত, করোনা নিয়ে ত্রিপুরা হাইকোর্ট সুয়োমোটো মামলা নিয়েছিল৷ উচ্চ আদালতের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি সুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেছিল৷ ত্রিপুরা সরকার ওই নোটিশের জবাব দিয়েছিল৷ কিন্তু আজ শুক্রবার হাইকোর্ট নতুন করে আরও কিছু বিষয়ে জানতে চেয়েছে৷


অ্যাডভোকেট জেনারেল বলেন, জেলাভিত্তিক ল্যাব টেকনিশানের হিসাব, মাস্ক ব্যবহার না করায় কী পরিমাণ জরিমানা আদায় হয়েছে, কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের রিপোর্ট, হোম আইসোলেশনের নীতি নির্দেশিকা, জিবি হাসপাতালে রোগী প্রতি আসন সংখ্যা, ভেন্টিলেটরের সংখ্যা, অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা, অক্সিজেন এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ অ্যাম্বুলেন্সের সংখ্যা, সহায়তা কেন্দ্রের টেলিফোন নম্বর এবং তার ব্যবহার, ২৪ ঘণ্টা বিশেষ অনুসন্ধান কেন্দ্র খোলার কোনও পরিকল্পনা, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া, প্রতিদিন নমুনা পরীক্ষার হিসাব, আক্রান্ত এবং সুস্থতার হার ও বেসরকারি হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসায় খরচ রাজ্য সরকারকে নির্ধারণ করার বিষয়ে জানাতে বলেছে ত্রিপুরা হাইকোর্ট৷
অ্যাডভোকেট জেনারেলের কথায়, এই অতিমারির সাথে দক্ষতার সাথে লড়াই করছে ত্রিপুরা সরকার৷ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে৷ তিনি বলেন, হাইকোর্টের সমস্ত প্রশ্ণের জবাব দেবে ত্রিপুরা সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *