নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): চিনা গোয়েন্দাদের সংবেদনশীল তথ্য সরবরাহের দায়ে দিল্লির একজন ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ওই সাংবাদিক ছাড়াও একজন চিনা মহিলা এবং ওই মহিলার নেপালি সহযোগীকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ফ্রিল্যান্স সাংবাদিককে অফিসিয়াল সিক্রেট আইনের অধীনে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃত সাংবাদিকের নাম-রাজীব শর্মা। তার বাড়ি নয়াদিল্লির পীতমপুরা এলাকায়। দিল্লি পুলিশের স্পেশাল সেল ওই সাংবাদিককে গ্রেফতার করেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, চিনা গোয়েন্দাদের সংবেদনশীল তথ্য (প্রতিরক্ষা সংক্রান্ত) সরবরাহের দায়ে দিল্লির পীতমপুরা এলাকার বাসিন্দা রাজীব শর্মা নামে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। শেল কোম্পানির মাধ্যমে ওই সাংবাদিককে বিপুল পরিমাণে অর্থ প্রদানের জন্য গ্রেফতার করা হয়েছে একজন চিনা মহিলা এবং ওই চিনা মহিলার নেপালি সহযোগীকে।