১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি বাংলাদেশে

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মৎিস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


শুক্রবার বৈঠক শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক ইফতেখার হোসেন জানিয়েছেন, চলতি বছরে ইলিশের প্রধান প্রজনন মরসুমের কারণে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গোটা দেশেই ইলিশ ধরা, বেচা-কেনা ও মজুত নিষিদ্ধ থাকবে।’ ফলে পুজোর মুখে ওপার বাংলা অর্থা‍ৎ পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশ রফতানি বন্ধ থাকবে। এদিন টাস্কফোর্সের বৈঠকে মৎওস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে সাম্প্রতিক সময়ে ইলিশের যে সাফল্য এসেছে তা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। জাটকা সংরক্ষণ, মা ইলিশ সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা, জাটকা নিধন বন্ধে কঠোর অবস্থানের ফলেই সাফল্য মিলেছে। সফলতার প্রতীক হয়ে উঠেছে ইলিশ। এখন ইলিশ বিদেশ নীতিতেও বিশেষ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *