চলচ্চিত্র শিল্পে সরকারি সাহায্য না মেলায় উষ্মা প্রকাশ জয়া বচ্চনের

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি. স.): করোনার মারণ দৌরাত্ম্যের জেরে খারাপ সময়ের মধ্যে রয়েছে চলচ্চিত্রশিল্প। এ বিষয়ে মঙ্গলবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় উষ্মা প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির সাংসদ তথা বর্ষিয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। চলচ্চিত্র শিল্পকে বিশেষ গুরুত্ব না দেওয়ার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তার দাবী কিছু মানুষ বর্তমান পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্য উল্টো পাল্টা বক্তব্য রেখে চলেছে। রাজ্যসভার শূন্যকালে বক্তব্য রাখতে গিয়ে জয়া বচ্চন জানিয়েছেন, চলচ্চিত্রের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা অর্জন করা সত্ত্বেও কিছু মানুষ এই শিল্পকে আবর্জনা সঙ্গে তুলনা করছেন। কিছু মানুষ সামাজিক মাধ্যম দিয়ে মূল সমস্যার থেকে নজর ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংকটের এই পরিস্থিতিতে চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে সরকারের এগিয়ে আসা উচিত। কিন্তু তেমনটা হচ্ছে না। যারা চলচ্চিত্রজগতের ওপর উল্টাপাল্টা অভিযোগ ডেকে চলেছে তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত সরকারের। কয়েকজন ব্যক্তির জন্য গোটা চলচ্চিত্র জগতকে কালিমালিপ্ত করাটা উচিত নয়। এটি দুঃখজনক বিষয় যে চলচ্চিত্র শিল্পকে কালিমালিপ্ত করার জন্য একশ্রেণীর লোকেরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো পরিস্থিতিতে দেশ এবং সরকারের পাশে চলচিত্র জগৎ সর্বদা ছিল। এই শিল্পের উপর নির্ভরশীল কয়েক লক্ষ মানুষের রুজি-রুটি। আয়কর সহ একাধিক মাধ্যমে সরকারকে কিভাবে সাহায্য করে গিয়েছে চলচিত্র জগৎ।


উল্লেখ করা যেতে পারে, বলিউডে পরিবারতন্ত্র নিয়ে বরাবর সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অন্যদিকেbসোমবার বিজেপি সাংসদ রবি কিষাণ সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন যে বলিউডেও মাদকচক্র কাজ করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার প্রেক্ষিতে একদিন অগ্নিশর্মা হয়ে ওঠেন জয়া বচ্চন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *