কেন্দ্রের নীতি কৃষক বিরোধী! গান্ধী মূর্তির সামনে বিক্ষোভে বাম সাংসদরা

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে সোমবার, দ্বিতীয় দিন মঙ্গলবার। এদিন অধিবেশন শুরুর আগে সকালেই, সংসদে ভবনে গান্ধী মূর্তির সামনে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করলেন বাম সাংসদেরা। নরেন্দ্র মোদী সরকারের ‘কৃষি নীতি’-কে কৃষক স্বার্থ-বিরোধী আখ্যা দিয়ে এদিন সকালে সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন বাম সাংসদেরা। কৃষক স্বার্থ-বিরোধী নীতি প্রত্যাহারেরও দাবি জানান তাঁরা।


কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ-বিরোধী নীতি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বাম সাংসদরা। তাঁদের মূলত একটাই দাবি ছিল, অর্ডিন্যান্সের মাধ্যমে কেন্দ্রের আনা ‘কৃষক-বিরোধী নীতি’ প্রত্যাহার করতে হবে। গান্ধী মূর্তির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *