ছ’মাস পর পাকিস্তানে খুলল শিক্ষা প্রতিষ্ঠান, ভীষণ খুশি পড়ুয়ারা

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাকিস্তান। দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। এমতাবস্থায় মঙ্গলবার থেকে সমগ্র পাকিস্তানে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ছ’মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়া ভীষণ খুশি ছাত্র-ছাত্রীরা। কোভিড-১৯ সতর্কতা মেনেই মঙ্গলবার থেকে পাকিস্তানে খুলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।


কোভিড-১৯ ভাইরাসের প্রকোপের জেরে গত মার্চ মাস থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানে। এর আগে গত ৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রী শফকত মহম্মদ জানিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। সেই মতো মঙ্গলবার থেকে সমগ্র পাকিস্তানে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশিকা  অনুযায়ী, শিক্ষক ও পড়ুয়াদের জন্য মাস্ক বাধ্যতামূলক। এছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে স্যানিটাইজার রাখতে হবে কর্তৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *