রোম, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : দীর্ঘ ছয় মাস বাদে করোনা আতঙ্ক কাটিয়ে স্কুল খুলল ইতালিতে। দীর্ঘদিন বাদে ক্লাসে ফিরতে পেরে পড়ুয়ারা আনন্দে ভেসে গেলেও উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষকরা। পড়ুয়ারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেই দিকে নজর রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ।
জুলাইতে দেশে লকডাউন শিথিল করা হলেও সব শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খোলা হয়নি। বিশেষ করে প্রাথমিক স্তরের পড়ুয়াদের স্কুল বন্ধই রাখা হয়েছিল। মঙ্গলবার অবশ্য ২০টি প্রদেশের মধ্যে ১৩টির স্কুলের দরজা খোলা হয়েছে। বাকি সাতটি অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান পরের সপ্তাহে খুলে দেওয়া হবে। সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব মেনে চলা যায় তা নিশ্চিত করতে পড়ুয়াদের জন্য ২৪ লক্ষ সিঙ্গল ডেস্ক করা হয়েছে। যদিও তার অধিকাংশই এখনও পর্যন্ত ক্লাসে পৌঁছয়নি। বহু শিক্ষক পদ শূন্য রয়েছে। দেশটির ইকোনোমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ইতালির প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের ৫৯ শতাংশ শিক্ষক পঞ্চাশোর্ধ্ব। তাই যথেষ্টই ভয়ে রয়েছেন তাঁরা। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছেন, ‘শুরুতে হয়তো সমস্যা দেখা দেবে। কিন্তু ধীরে-ধীরে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।’ দীর্ঘদিন বাদে ফের স্কুল খোলায় খুশিতে ডগমগ পড়ুয়ারা। যদিও আনন্দের পাশাপাশি আতঙ্কও কাজ করছে। রোমের এক প্রাথমিক স্কুলের শিক্ষক পাত্রিজিয়া জুচেত্তার কথায়, ‘আমরা আবারও একে অন্যকে দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু আগের মতো কাছাকাছি আসতে না পারা একটা লড়াই।’