নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ এবার করুনার থাবা সিধাই থানায়৷ সিধাই থানার পুলিশ কর্মী করোনা পজিটিভ৷ মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে তাদের প্রত্যেকের এনজেন টেস্ট করানো হয়েছে৷এন্টিজেন টেস্ট করানোর পর হেজামারা কোভিদ সেন্টারে বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে৷
অপর কয়েকজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে৷ মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে স্বাস্থ্য আধিকারিক অলক কুমার জমাতিয়া জানিয়েছেন যাদের করোনা পজিটিভ মিলেছে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সিতাই থানায় করুন অথবা বসানোর ফলে থানার কাজকর্ম অনেকাংশে বিঘ্নিত হচ্ছে৷ থানাকে সেনিটাইজেশন করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷