তেলিয়ামুড়ায় পৃথক স্থানে অভিযানে আটক ২ নেশা ব্যপারী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ সেপ্ঢেম্বর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর শ্যামল দেবনাথ এর নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী গৌরাঙ্গ টিলা এবং কড়ই লং এলাকায় অভিযান চালায়৷ অভিযান চালিয়ে এক নেশার জালে তুলতে সক্ষম হয় পুলিশ৷


তবে তাদের কাছ থেকে কোন নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি৷এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷জানা গেছে যেত ব্যক্তি দীর্ঘদিন ধরে নেশা কারবারের সঙ্গে জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷এদিকে সোমবার সকালে চৌমুহনীতে এ এসডিপিওর নেতৃত্বে পুলিশ সাদা পোশাকে হানা দিয়ে এক নেশা কারবারিকে নেশাজাতীয় কোডেক্স সহ আটক করতে সক্ষম হয়৷ তার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *