নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ সপাহী জলা জেলার বিশালগড় থানা এলাকার পূর্ব লক্ষীবিল এলাকায় এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জানা যায় ওই মহিলা সিপাহী জলা অভয়ারণ্য এলাকা থেকে পূর্ব লক্ষ্মী বিলের দিকে যাচ্ছিলেন৷
হঠাৎ কতিপয় দুষৃকতিকারী তাদের তাকে আটক করে গলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়৷মহিলার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলো দুসৃকতিকারীরা চম্পট দেয়৷এ ব্যাপারে বিশালগড় থানায় মহিলার তরফ থেকে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ছিনতাই করে নিয়ে যাওয়া সোনার চেইন উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি৷