নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ হতাশাগ্রস্ত হয়ে তারা বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের উপর আক্রমণ সংগঠিত করে চলেছে৷বিরোধী দলের কর্মসূচিতে জনগণ ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করার ফলে শাসকদল ক্রমশ কোণঠাসা হয়ে পড়তে শুরু করেছে৷
রবিবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড় দুয়ালীএলাকায় আক্রান্তকারী বিরোধী দলের সমর্থকদের বাড়িঘর পরিদর্শনকালে একথা বলেন বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন বর্তমান শাসকদল জনকল্যাণে কোন কাজ করছে না৷ জনকল্যাণে তাদের কোনো কর্মসূচি নেই৷ রাজ্যের শাসক দল বিজেপি তে কোন শৃঙ্খলা বোধ নেই বলেও তিনি মন্তব্য করেন৷ শাসক দলে কোন সংহতি নেই বলেও তিনি মনে করেন৷সে কারণেই রাজ্যের শাসক দল বিজেপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করেছে৷
তাতে সমস্যা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে শুরু করছে৷শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন রাজ্যের শাসন পরিচালনা করতে গিয়ে শাসক দল বিজেপির এসব কার্যকলাপ সংগঠিত করে চলেছে তা কোনোভাবেই কাম্য নয়৷ বিরোধী দলের নেতা মানিক সরকার আরও বলেন জনকল্যাণ হলো যেকোনো সরকারের অভিমুখ৷ কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার জনকল্যাণে কোন ধরনের কর্মসূচি গ্রহণ করছে না৷ বর্তমান বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তিনি জনবিরোধী সরকার বলেও আখ্যায়িত করেন৷