নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ এবার করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হলো আই জি এম হাসপাতালে৷ মৃত ব্যক্তির বাড়ি আগরতলা ভট্টপুকুর কালীটিলা এলাকায়৷ জানা যায়, রবিবার সকালে সেই ব্যক্তি শারীরিক অসুস্যতা বোধ করলে পরিবারের লোকজনেরা অসুস্য ব্যক্তিকে নিয়ে আসে আই জি এম হাসপাতালে৷
কিন্তু কিছুক্ষণ পরই অসুস্য ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ এবং সেই ব্যক্তির করোনা পরীক্ষায় রিপোর্ট আসে পজেটিভ৷ কান্নায় ভেঙে পড়ে মৃত ব্যক্তির পরিবার পরিজনেরা৷ তারপর দীর্ঘ ঘণ্টা খানেক সময় মৃতদেহ হাসপাতালে কক্ষের বাইরে পড়ে থাকে৷ এতে ক্ষোভ দেখা দেয় মৃতের পরিবার পরিজনদের মধ্যে৷ তবে এইদিন আই জি এম হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে দেখা দেয় চাঞ্চল্য৷