BRAKING NEWS

নাবালিকা ধর্ষণের দায়ে যুবককে দশ বছরের সশ্রম কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার উত্তর ভারতচন্দ্রের এক যুবককে নাবালিকা ধর্ষণের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ সাজা প্রাপ্ত যুবকের নাম বাপন দত্ত ওরফে প্রণব৷ ঘটনার বিবরণে জানা যায়২০১৮ সালের ১৬ ই ডিসেম্বর রামঠাকুর পাড়ার নাবালিকা ছাত্রী প্রাইভেট শিক্ষকের বাড়িতে পড়তে যাচ্ছিল৷ প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি৷ রাস্তা থেকে বাপন দত্ত ওরফে প্রণব তাকে অপহরণ করে নিয়ে যায়৷এ ব্যাপারে বিলোনিয়া থানায় অভিযোগ তপন দত্ত ওরফে প্রণবের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ পুলিশ যথারীতি এই মামলায় অভিযুক্ত বাপন দত্তকে গ্রেপ্তার করে৷ নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করা সম্ভব হয়৷ বিলোনিয়া থানার পুলিশ এ মামলার তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেয়৷

আদালত ১০জনের সাক্ষ্য গ্রহণ করে৷দক্ষিণ জেলার বিলোনিয়ার স্পেশাল জজ প্রদীপ চৌধুরী এই মামলায় অভিযুক্ত বাপন দত্ত প্রণবকে দোষী সাব্যস্ত করেন৷ তাকে বিভিন্ন ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়৷ সরকারপক্ষে এ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর প্রভাত দত্ত৷ মামলার রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন নাবালিকার পরিবারের লোকজন এবং এলাকাবাসী৷ এধরনের রায়ের ফলে আইন আদালতের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা আরো বাড়বে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *