BRAKING NEWS

ধর্মনগরে জলাশয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ আগস্ট৷৷পানীয় জল পরিশোধন প্রকল্পের জলাশয়ে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে গিয়ে সলিল সমাধি এক যুবক৷ যুবকের নাম সঞ্জিত সীনহা (২৭)৷বাড়ি ধর্মনগরের মান্ডপ পাড়া এলাকায়৷ জলের গভীরতা বেশি থাকাতে দমকল কর্মীরা ব্যর্থ হওয়াতে আনা হলো এনডিআরএফ কর্মীকে৷ অবশেষে ১৫ ঘন্টা পর এন্ডিআরফ কর্মীরা জলাশয়ের জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়৷ঘটনা চুরাইবাড়ির শনিছড়া এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগরের মান্ডব পাড়ার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিত সিনহা (২৭) পিতা চৈরাং সিনহা গতকাল ৬ বন্ধু মিলে চুড়াইবাড়ি থানাধীন শনিছড়া ওয়াটার ট্রিটমেন্টের জলাশয়ে স্নান করতে আসেন৷ওই ছয় বন্ধুর মধ্যে দুজন সাঁতার না জানাতে তারা জলাশয়ে নামেনি৷ সঞ্জিত সহ ৪ বন্ধু জলাশয়ে নেমে স্নান করে৷ তখন সময় প্রায় দুপুর দুটো বাজে বাজে৷ স্নান শেষে জলাশয় থেকে দুই বন্ধু উঠে যায়৷ কিন্তু সঞ্জিত সিনহা ও মৃগাঙ্ক ভট্টাচার্য জলাশয়ে সাঁতার কাটতে শুরু করে৷ উক্ত জলাশয়ে নেমে সাঁতার কেটে জলাশয়ে থাকা একটি ছোট বোটকে আনতে গেলে ঘটে বিপত্তি৷এতে হঠাৎ করে গভির জলে তলিয়ে যায় সঞ্জিৎ৷তাকে সহপাঠিরা রক্ষা করতে পারেনি কারন জলাশয়ের জলের গভীরতা প্রায় ২৫ ফুটেওর অধিক ছিলো৷
খবর দেওয়া হয় প্রেমতলা দমকলবাহিনী ও চুড়াইবাড়ি থানাকে৷ ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌছায় দমকল বাহিনীর কর্মীরা ও চুরাইবাড়ি থানার পুলিশ৷ দমকল বাহিনীর কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও জলাশয়ের জলে তলিয়ে যাওয়া সঞ্জিতের হদিস পায়নি৷ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেন্সিসডার্লং৷খবর দেওয়া হয় এনডিআরএফ বাহিনীকে৷ কৈলাশহর থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ ঘটনাস্থলে এসে রাত্রিবেলা অনেক খোঁজাখুঁজির পরও সঞ্জিততের মৃত উদ্ধার করা যায়নি৷যদিও প্রবল বৃষ্টিপাতের ও অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বন্ধ করতে হয় এনডিআরএফ বাহিনী৷আজ সকাল সাড়ে সাতটা নাগাদ উক্ত জলাশয় থেকে মৃতদেহ উদ্ধারের নামে এনডিআরএফ বাহিনীর কর্মীরা৷ দেড় ঘন্টা খোঁজা খুঁজি করে প্রায় ১৫ ঘন্টা পর অবশেষে সকাল নটা নাগাদ সঞ্জিত সিনহার মৃতদেহ জলাশয় থেকে উদ্ধার করে এনডিআরএফ বাহিনীর কর্মীরা৷ মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙ্গে পড়েন সঞ্জিতের পরিবারের লোকজন৷ মৃত যুবক সঞ্জিত সিনহার পরিবার সূত্রে জানা যায় সঞ্জিত কর্মসূত্রে সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড কর্মরত ছিল৷ মাস ছয়েক পূর্বে তার বিয়ে হয়েছে৷


এদিকে শনিছড়া ওয়াটার ট্রিটমেন্টের জলাশয়টি প্রায় ৩৫ খানি নিয়ে অবস্থিত৷ উক্ত জলাশয় থেকে রিফাইন হয়ে শনিছড়া গ্রাম পঞ্চায়েত সহ আশপাশের এলাকায় পানীয় জল সরবরাহ হতো৷ শনিছড়া সহ আশপাশের এলাকার একমাত্র ভরসা উক্ত জলাশয়ের জল৷ আর ওই জলাশয়ের জলে ডুবে এক যুবকের মৃত্যুতে শনিছড়া গ্রাম সহ আশপাশের গ্রামে পানিয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷
অপরদিকে সঞ্জিত সিনহার মৃতদেহ উদ্ধারের পর চুড়াইবাড়ি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷
তবে জলাশয়ে স্নান করতে নেমে তরতাজা যুবক জলের তলায় তলিয়ে সলিল সমাধি হওয়াতে গোটা শনিছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *