নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.): একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ভারতে করোনার মারণ দৌরাত্ম্য অব্যাহত। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮৭৬১। ওই সময়ের মধ্যে গোটা দেশে নিহত হয়েছে ৯৪৮। গোটা দেশের সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪২৭৩৪। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৬৫৩০২। সুস্থ হয়ে উঠেছে ২৭১৩৯৩৪। ভারতে করোনায় সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৬৩৪৯৮।
করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৮৫৪৬৭। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৭৬৮১। কর্ণাটকে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৬৪৬৫। দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪০৪০। ভারতীয় বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে বিগত ২৪ ঘন্টায় গোটা দেশে পরীক্ষা হয়েছে ১০৫৫০২৭। এখনো পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৪১৪৬১৬৩৬ নমুনা।