মেলাঘরে অগ্ণিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ সোনামুড়া মহকুমার মেলাঘরের কলমক্ষেত বাজারে অগ্ণিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে গেছে৷ গতকাল মধ্যরাতে অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷ দোকানে আগুন লাগার পর পরই স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷


দমকল বাহিনীর জওয়ানরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ তবে এরই মধ্যে অগ্ণিকাণ্ডে ৪ টি দোকান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়৷ দোকানের মালিক অভিযোগ করেছেন এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ পেট্রল ঢেলে দোকানে অগ্ণিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ৷ স্থানীয় লোকরা পেট্রোলের গন্ধ পেয়েছেন বলেও জানিয়েছেন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

তবে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন৷ক্ষয়ক্ষতি নিরূপণের পরও পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *