নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ কোভীড-১৯ এর কারনে সমগ্র দেশ জুড়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ মানুষের মধ্যে রয়েছে ভীতির পরিবেশ৷ এর থেকে উত্তোরনের একমাত্রা উপায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলা৷ কিন্তু এরমধ্যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট এনট্রার্নন্স ও নিট পরীক্ষা নেওয়া হবে৷ ভারত বর্ষের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এর বিরোধীতা করছে৷
আবেদন করেছে এই মানসিক অশান্তি থেকে পরিত্রাণের জন্য পরীক্ষা গ্রহণ না করার জন্য৷ তারই অঙ্গ হিসাবে শুক্রবার কংগ্রেসের উদ্যোগে ছাত্রছাত্রীদের স্বার্থে সরকারকে বার্তা দিতে প্রতীবাদ আন্দোলন সংগঠিত করা হয়৷ এই অবস্থায় জয়েন্ট এনট্রার্নন্স ও নীট পরীক্ষা বন্ধ রাখার দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে৷ এদিন প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এই দাবিতে সরব হয় কংগ্রেস নেতা — কর্মীরা৷ ভারতবর্ষের ছাত্রছাত্রীদের স্বার্থে এই আন্দোলন সংগঠিত করা হচ্ছে বলে জানান পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস৷ নেইবারহুড ক্লাস নিয়ে সরকারের চিন্তা করে পিছিয়ে আসার আহ্বান জানান তিনি৷