BRAKING NEWS

চা বাগানের জমি দখলের চেষ্টা শ্রমিক বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপ

আগরতলা, ২৮ আগস্ট (হি. স.)৷৷ চা বাগানের জমি দখলের অভিযোগ এনে উত্তেজনা ছড়িয়েছিল ফটিকছড়ায়৷ ওই ঘটনায় আগরতলা-সিমনা রাস্তার পাশে কয়েকশ শ্রমিক শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ শ্রমিকদের অভিযোগ, স্থানীয় কমল দেব ওই চা বাগানের জমি দখল করার জন্য রাতের অন্ধকারে বাঁশের বেড়া লাগিয়েছে৷ লেফুঙ্গা থানার পুলিশ ওই অভিযোগের তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে৷


মোহনপুরের ফটিকছড়া চা বাগান-কে কেন্দ্র প্রায় ৫০০ পরিবারের বসবাস৷ দীর্ঘ সময় ধরে তারা এখানেই থাকছেন৷ চা বাগান তাদের জীবিকা নির্বাহে সাহায্য করছে৷ কিন্ত, আজ সকালে ওই চা বাগানের চারিদিকে বাঁশের বেড়া দেখা তারা আতঙ্কিত হয়ে পড়েন৷ চা শ্রমিকদের বক্তব্য, শতবর্ষ প্রাচীন ওই চা বাগান-কে ঘিরে বংশানুক্রমে আমাদের বসবাস৷ কিন্ত, এখন স্থানীয় দুসৃকতিকারীরা ওই জমি কেড়ে নিতে চাইছে৷ তারা বাগানের জমি দখলে বেড়া দিয়েছে৷

জনৈক চা শ্রমিকের দাবি, আজ সকালে বাগানে বাঁশের বেড়া আমাদের নজরে এসেছে৷ নজরে আসতেই সকলে মিলে ওই বেড়া খুলে নিয়েছি৷ রাতের অন্ধকারে বেড়া দেওয়ার ঘটনায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি৷ খবর পেয়ে সিধাই ও লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশের কাছে চা শ্রমিকরা কমল দেব-র নামে নালিশ জানিয়েছেন৷
এ-বিষয়ে লেফুঙ্গা থানার পুলিশ আধিকারিক বলেন, ফটিকছড়া চা বাগানের রাস্তার পাশে শ্রমিকরা কাজ করতে এসে বাঁশের বেড়া দেখতে পানঊ প্রায় ৫-৬ কানি জমিতে বেড়া দেওয়া হয়েছিল৷ তারা কমল দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেড়া দেওয়ার সাথে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেনঊ সমস্ত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *