নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি. স.): সামনেই বাদল অধিবেশন সেই উপলক্ষে সংসদ ভবনে প্রস্তুতি তুঙ্গে। সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পাশাপাশি করোনা মোকাবিলায় অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে তবেই বাদল অধিবেশনের সূচনা হবে। সংসদের নিম্নকক্ষ লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা বাদল অধিবেশনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিল কেন্দ্রীয় পূর্ত দফতর, নয়াদিল্লি নগরপালিকা পরিষদের আধিকারিকরা। সংসদ ভবন এবং তার আশেপাশে থাকা এলাকায় করোনা রোধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার মহাসচিব স্নেহলতা শ্রীবাস্তব এবং রাজ্যসভার মহাসচিব দেশদীপক বর্মা।
উল্লেখ করা যেতে পারে করোনার জন্য বাদল অধিবেশন শুরু হওয়ার নির্ঘণ্ট একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৪ সেপ্টেম্বর বাদল অধিবেশন বসবে বলে ধার্য করা হয়। এই অধিবেশন পয়লা অক্টোবর পর্যন্ত চলবে। মনে করা হচ্ছে এরমধ্যে ১৮ টি বৈঠক বা সভা হবে সংসদের উভয় কক্ষের। সাংসদদের মধ্যে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না যায় সেই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।