নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ আগস্ট৷৷ পারিবারিক কলহের জেরে অচেতন অবস্থায় বিষ পান করে রাস্তায় পড়ে থাকা এক মধ্যবয়স্ক যুবককে উদ্ধার করল তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তর৷ ব্যক্তির নাম রাজেন্দ্র রিয়াং বয়স আনুমানিক চল্লিশ বছর৷ সে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ঘর জামাই হিসেবে বসবাস করত৷ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকার চিন্তামণি পাড়ায়৷
ঘটনায় জানা যায় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের খবর আছে ওই এলাকায় একজন ব্যক্তি রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে আছে৷ ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসকরা তাকে মদ ও বিষ খাওয়া অবস্থায় জানতে পেরে ওয়াশ করতে বাধ্য হয়৷ জানা যায় পারিবারিক কলহ এর জেরে মদের সাথে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ তবে বর্তমানে তার সম্পূর্ণ চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ এ ব্যাপারে দমকলকর্মীরা আমাদের জানায়৷