নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ মঙ্গলবার উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা৷ ১০৩২৩ জন শিক্ষক চাকুরিচ্যুত হওয়ার পর রাজ্যে শিক্ষক সঙ্কট দেখা দেয়৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে অনুমতি নিয়ে এক কালীন ছাড় দিয়ে টেট পরীক্ষা নেওয়া হয়৷ সেই পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়৷ প্রায় ১ হাজার ১৯৪ জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়৷ কিন্তু এই টেট উত্তীর্ণদের এখনো অফার প্রদান করা হয়নি৷
এই পরিস্থিতিতে এইদিন টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়৷ টেট পরীক্ষায় উত্তীর্ণ এক যুবক জানান দপ্তরের অধিকর্তা জানিয়েছেন মেয়াদ শেষ হওয়ার আগেই সকল ধরনের ব্যবস্থা করা হবে৷