নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে অবশেষে সুর নরম বর্ষীয়ান রাজনীতিবিদ কপিল সিব্বলের। রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য নিয়ে নিজের প্রতিক্রিয়ামূলক টুইট মুছে দিলেন তিনি। এই প্রসঙ্গে কপিল সিব্বলের সাফাই হচ্ছে যে তার রাহুলের সঙ্গে কথা হয়েছে ব্যক্তিগত পর্যায়ে এবং বিজেপির সঙ্গে যে চক্রান্তের যে কথা উঠছে তা ভিত্তিহীন। নিজের বিতর্কিত টুইট বার্তা মুছে দিয়ে কপিল সিব্বল একটি নতুন টুইট বার্তায় লিখেছেন, রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে।তিনি জানিয়েছেন এমন ধরনের কোনও বিতর্কিত মন্তব্য তিনি করেননি। এটা শোনার পরই ওই টুইট বার্তা ডিলিট করে দিই।
উল্লেখ করা যেতে পারে, এর আগে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীর একটি বিতর্কিত মন্তব্য নিয়ে টুইট করেছিলেন কপিল সিব্বল। সেখানে তিনি জানিয়েছিলেন, “বিগত ৩০ বছর ধরে বিজেপির পক্ষে একটি কথাও বলিনি। এখন কি না বিজেপির সঙ্গে চক্রান্ত করার অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে।” কপিল সিব্বলের এই ক্ষোভ ভাঙ্গানোর জন্য আসরে নামেন রণদীপ সিং সূর্যেওয়ালা।তিনি পাল্টা টুইট করে দাবি করেন “বিজেপির সঙ্গে চক্রান্ত” মতো কোনো মন্তব্য করেননি রাহুল গান্ধী। এই ভুয়া খবর নিয়ে নিজেদের মধ্যে মতান্তর করে কোন লাভ নেই। বিজেপির বিরুদ্ধে একাট্টা হয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে হবে।