BRAKING NEWS

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উন্মোচনের জন্য দ্রুততার সঙ্গে তদন্ত করছে সিবিআই

মুম্বই, ২৩ আগস্ট (হি. স.): সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য দ্রুততার সঙ্গে কাজ করে চলেছে সিবিআই। শনিবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং তদন্ত প্রক্রিয়া চালানোর পর রবিবার সকাল থেকে সমানতালে লেগে পড়েছে সিবিআই। এদিন তারা সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিটানিকে ডিআরডিও গেস্ট হাউসে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে। মনে করা হচ্ছে আজকেই সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

অন্যদিকে বয়ান নথিভুক্ত করার জন্য সুশান্ত সিং রাজপুতের বোন মিতু সিংকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ করা যেতে পারে দীনেশ সাবন্ত এবং নিরাজ সিংকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে গিয়েছে সিবিআই। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু নিয়ে গোটা ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। এমনকি মহারাষ্ট্র পুলিশ এবং বিহার পুলিশ এর মধ্যেও দড়ি টানাটানি হয়েছে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত ভার গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *