পুদুচেরি, ২২ আগস্ট (হি.স.): পুদুচেরিতে ১০ হাজার ছাড়িয়ে গেল কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা, এছাড়াও বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এক ধাক্কায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২০ জন। ফলে পুদুচেরিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫১ এবং ১০,১১২। মোট আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই ৬,৩০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
পুদুচেরির স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল দশটা পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫২০ জন, এই সময়ে সুস্থ হয়েছেন ৩৭৩ জন ও ১,৩১৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩,৬৫৪ এবং সুস্থ হয়েছেন ৬,৩০৭ জন।

