সুশান্ত মৃত্যু-মামলায় সিবিআই তদন্ত শুরু, বান্দ্রা থানায় কেন্দ্রীয় গোয়েন্দারা

মুম্বই, ২১ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত ইতিমধ্যেই মিলেছে, শুক্রবার থেকেই বলিউড অভিনেত্রী সুশান্ত সিং রাজপুত মৃত্যু-মামলার তদন্ত শুরু করে দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। বৃহস্পতিবার সন্ধ্যাতেই মুম্বই এসে পৌঁছন সিবিআই গোয়েন্দারা। পরবর্তী দিন শুক্রবার মুম্বই পুলিশের কাছ থেকে প্রাসঙ্গিক নথি ও রিপোর্ট সংগ্রহ করেছে সিবিআই। বান্দ্রা থানাতেও যান সুপারিনটেনডেন্ট পদমর্যাদার সিবিআই অফিসার-সহ কেন্দ্রীয় গোয়েন্দারা।

মুম্বইয়ের শহরতলি সান্তা ক্রুজের ডিআরডিও এবং আইএএফ গেস্ট হাউসে উঠেছেন সিবিআই গোয়েন্দারা। এদিন সকালে সুশান্ত সিং রাজপুতের কুক নীরজকে তদন্তের স্বার্থে সেখানেই নিয়ে যাওয়া হয়। সিবিআই সূত্রের খবর, রেকর্ড করা হয় তাঁর বয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *