নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ সুকল শিক্ষা দপ্তর আগামী ২০ শে আগস্ট থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নাইবারহোড ক্লাস শুরু করছে৷ একই সঙ্গে এই ক্লাস সম্পর্কে অভিভাবক ও শিক্ষকদের মতামত নিতে দপ্তর মতামত গ্রহণের প্রক্রিয়া শুরু করছে৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, দপ্তর আগামী ২০ আগস্ট থেকে নাইবারহোড ক্লাস শুরু করেছে এবং একই সাথে একই দিন থেকেই ‘হ্যাঁ ’এবং ‘না’ বিকল্পের সাথে মতামত নেওয়া হবে৷ জানা গেছে যে নাইবারহোড ক্লাস সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আগামী আগস্ট ২০ থেকে সমস্ত অভিভাবকদের সাথে ফোন কলে যোগাযোগ করা হবে৷ ফোন কলটি সকল শিক্ষকের সাথেও করা হবে৷ তাদের মতামত চাওয়া হবে৷ তারপর মতামত সমীক্ষার একটি পর্যালোচনা হবে৷
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, নাইবারহোড ক্লাসগুলি শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক৷ অভিভাবকরা যদি তাদের ছেলেমেয়েদের ক্লাসে অংশ নিতে প্রেরণ করতে চান তবে ভাল, যদি না হয় তবে ঠিক আছে৷
জেহই ও এনইইটি সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ত্রিপুরার এই পরীক্ষাগুলি নির্ধারিত সময়ের মধ্যেই পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে৷