নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ফের বিষোদগার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার বেকারত্ব নিয়ে কেন্দ্রকে দুষলেন রাহুল, রাহুলের আক্রমণ, বিগত ৪ মাসে কাজ হারিয়েছেন প্রায় দুই কোটি মানুষ। দুই কোটি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে।
বুধবার একটি মিডিয়া রিপোর্ট টুইট করে হিন্দিতে রাহুল লিখেছেন, বিগত ৪ মাসে কাজ হারিয়েছেন প্রায় দুই কোটি মানুষ। দুই কোটি পরিবারের ভবিষ্যৎ এখন অন্ধকারে। ফেসবুকে মিথ্যা খবর এবং বিদ্বেষ ছড়িয়ে দিয়ে বেকারত্বের সত্যতা এবং অর্থনীতির সর্বনাশ দশা আড়াল করা যায় না। প্রসঙ্গত, রাহুল এদিন যে মিডিয়া রিপোর্ট টুইটারে পোস্ট করেন, তাতে উল্লেখ-করোনার প্রকোপে এপ্রিল মাস থেকে এযাবৎ ১.৮৯ কোটি মানুষ চাকরি হারিয়েছেন।