BRAKING NEWS

করোনায় আক্ৰান্ত এশিয়ান গেমছের স্বৰ্ণপদক বিজয়ী মণিপুরের বক্সার সরিতা দেবী

ইমফল, ১৮ আগস্ট (হি.স.) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয় বক্সার তথা মণিপুরের বাসিন্দা সরিতা দেবী। এই দুঃসংবাদ নিজেই দিয়েছেন বক্সার সরিতা।

সরিতা দেবী জানান, গতকাল সোমবার তিনি স্বতঃপ্রণোদিত ভাবে তাঁর সোয়াব টেস্ট করিয়েছেন। এতে রেজাল্ট আসে পজিটিভ। গত কয়েকদিন ধরে জ্বরের উপসর্গ এবং শরীরে ব্যথা অনুভব করায় করোনার পরীক্ষা করিয়েছিলেন। তিনি জানান, তাঁর স্বামী থইবা সিঙের দেহেও করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে তাঁদের সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান বক্সার সরিতা। সরিতা দেবী এবং তাঁর স্বামী থইবা সিঙের চিকিৎসা চলছে ইমফলের একটি কোভিড কেয়ার সেন্টারে।

উল্লেখ্য, এর আগে আরেক ভারতীয় বক্সার মণিপুরের নাংগম ডিঙ্কো সিংও করোনায় আক্ৰান্ত হয়েছিলেন। বৰ্তমানে তিনি সুস্থ। গত ২৩ মে দিল্লি থেকে আসার পর তাঁর সোয়াব পরীক্ষায় তিনি কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে এখানকার দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েস (রিমস্)-এ চিকিৎসার জন্য ভরতি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *