কাঞ্চনপুর (ত্রিপুরা), ১৭ আগস্ট (হি.স.) : আজ সোমবার কালো-দিবস পালন করেছে চাকমা জনগোষ্ঠী। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর শ্রীরামপুর ইংলিশ মিডিয়াম স্কুলে করোনা-র স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক দূরত্ব বজায় রেখে ১০ জনের প্রতিনিধিদল কালো-দিবস পালন করেছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অনিরুদ্র চাকমা। তাঁর কথায়, বঞ্চনার প্রতিবাদে ত্রিপুরায় কালো-দিবস পালন করেছে চাকমা জনগোষ্ঠী।
১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ৯৮.৫০ শতাংশ অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে অন্যায় ভাবে পাকিস্তানে অন্তর্ভুক্তি দেওয়ার প্রতিবাদে প্রতি বছর উত্তরপূর্ব ভারতের অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং ত্রিপুরায় বসবাসকারী চাকমা জনগােষ্ঠী ১৭ আগস্ট দিনটিকে কালাে-দিবস হিসেবে পালন করে আসছে। ২০১৬ সালের ২৪-২৫ মার্চ গুয়াহাটিতে অনুষ্ঠিত চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়া-র বাৎসরিক জাতীয় অধিবেশনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা, নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু শহরে বসবাসকারী ছাত্রছাত্রী সহ কর্মজীবী চাকমা জনগোষ্ঠীর মানুষ ওই দিনটি পালন করেন।
চাকমা ন্যাশনাল কাউন্সিল আজ আগরতলা, কাঞ্চনপুর, কুমারঘাট, মনু, ছৈলেংটা, ছাওমনু, পেঁচারথল, গন্ডাছড়া, নতুন বাজার, শিলাছড়ি এবং বীরচন্দ্রমনুতে পারস্পরিক দূরত্ব বজায় রেখে কালো-দিবস পালন করেছে।
সংগঠনের সভাপতি অনিরুদ্ধ চাকমা বলেন, আমরা দেশভাগের শিকার এবং সে কারণেই চাকমা সম্প্রদায় ১৭ আগস্ট কালো-দিবস পালন করেছে। তাঁর কথায়, পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই, আন্তর্জাতিক আদালতে বিচার এবং সহানুভূতি আশা রাখি।