গুয়াহাটি, ১৭ আগস্ট (হি.স.) : কোভিড-১৯-কে নিয়ন্ত্রণে আনতে চলমান আনলক ৩-এর নিৰ্দেশিকায় অসম সরকার বেশ কিছু ক্ষেত্রে শিথিল করেছে। সে অনুযায়ী আজ সোমবার থেকে জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। তবে সপ্তাহের শেষ দুদিন শনি এবং রবিবার যথারীতি লকডাউন অব্যাহত থাকবে। তাছাড়া নৈশ কাৰ্ফিউয়ের মেয়াদ কমিয়ে রাত ৯.০০টা থেকে ভোর ৫.০০টা পর্যন্ত করা হয়েছে। কেবল তা-ই নয়, আজ থেকে শুরু হয়েছে আন্তঃজেলা পরিবহণ পরিষেবাও।
সরকারি নির্দেশে আজ অর্থাৎ প্রতি সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৫.০০টা থেকে থেকে রাত ৯.০০টা পর্যন্ত রাস্তার দু পাশের দোকানপাট খোলা যাবে। এর আগে একদিন অন্তর এক এক পাশের দোকানপাট খোলার নিয়ম করে দিয়েছিল সরকার। এছাড়া, সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্ৰী নিয়ে আন্তঃজেলা যাত্রী পরিবহণের অনুমতিও দেওয়া হয়েছে। একইভাবে কোভিড প্ৰটোকল মেনে ৫০ শতাংশ যাত্ৰী নিয়ে আজ থেকে গুয়াহাটিতে সিটিবাস পরিষেবাও শুরু হয়েছে।
তবে কিছু কিছু ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। যেমন প্রকাশ্য স্থানে থু থু ফেলা, তামাক জাতীয় দ্রব্য খাওয়া দণ্ডনীয় বলে বিবেচিত হবে বলে সরকারিভাবে পরিষ্কার জানানো হয়েছে। তাছাড়া সামাজিক, রাজনৈতিক, ক্ৰীড়া, মনোরঞ্জন, শিক্ষা, ধৰ্মীয় ইত্যাদি প্রতিষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত বা অংশগ্রহণে অনুমতি দিয়েছে সরকার। এদিকে সিনেমা হল, পাৰ্ক, প্ৰেক্ষাগৃহ বা মিলনায়তন, সুইমিং পুল, বার ইত্যাদি বন্ধ থাকবে। এছাড়া কন্টেইনমেন্টে জোনে সবধরনের কাৰ্যাবলি বন্ধ থাকবে এবং সংশ্লিষ্ট এলাকায় কেউ প্ৰবেশ বা প্ৰস্থান করতেও পূর্ববৎ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে মুখে মাস্ক পরিধান না করলে সংশ্লিষ্টদের ১০০০ টাকার জরিমানা ভরতে হবে বলে সতর্ক করে দিয়েছে সরকার।