পাটনা, ১৬ আগস্ট (হি. স.): প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হলেন রাম মাধব। পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। বিহারে পাটনায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মাধব জানিয়েছেন, স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে নিজের ভাষণে ভারতীয় সেনা জওয়ানদের আত্মত্যাগের প্রশংসা উদাত্ত কণ্ঠে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন ভাষণ শোনার পরে কেউ যদি এই ধরনের মন্তব্য করে তবে তার বিষয় ভিত্তিক গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠবে।
উল্লেখ করা যেতে পারে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গে রবিবার রাহুল গান্ধী টুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও বীরতা নিয়ে কারও কোন সন্দেহ নেই। উল্লেখ করা যেতে পারে পাটনায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন রাম মাধব।