গুয়াহাটি, ১৬ আগস্ট (হি. স.) : জনসংযোগে আত্মিক যোগ, এমনই দৃষ্টান্ত রেখে গেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী৷ আজ তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এভাবেই তাঁর স্মৃতিচারণ করেছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাস৷ রবিবার ভারতীয় জনতা পাৰ্টির বরপেটারোড শহর মণ্ডল কাৰ্যালয়ে কাৰ্যকৰ্তাদের সঙ্গে অটলবিহারী বাজপেয়ির প্ৰতিচ্ছবির সামনে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পাঞ্জলি অৰ্পণ করে শ্ৰদ্ধা জ্ঞাপন করেছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভরতরত্নকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত সীমিত দলীয় পদাধিকারী ও কার্যকর্তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে প্রদেশ সভাপতি বলেন আধুনিক রাজনীতির অন্যতম পথিকৃৎ ছিলেন ভূতপূৰ্ব প্ৰধানমন্ত্ৰী, অসম হিতৈষী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী। তিনি ছিলেন অজাতশত্রু৷ ভারতীয় রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব৷ কারণ, তিনি রাজনেতার ভূমিকা পালনের পাশাপাশি মন্ত্রিসভা এবং সংগঠনের সকলের ব্যক্তিগত জীবনের সমস্যা সম্পর্কে খোঁজখবর রাখতেন৷ একজন বিজেপি কর্মী হিসেবে তা খুবই প্রয়োজন, বলেন রঞ্জিতকুমার দাস৷
এদিকে একইভাবে আজ গুয়াহাটির হেঙেরাবাড়িতে অবস্থিত দলীয় সদর দফতর অটলবহারী বাজপেয়ী ভবনে অসম প্রদেশ বিজেপির পক্ষ থেকে ভারতরত্ন প্রয়াত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীর দ্বিতীয় মৃত্যুবাৰ্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ সকাল ১১.১৫ মিনিটে প্রদেশ কার্যালয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুরূপ কার্যক্রম রাজ্যের সব জেলা, মহকুমা, শহর ইত্যাদির দলীয় কার্যালয়ে পালন করেছেন বিজেপি-র সংশ্লিষ্ট এলাকার পদাধিকারী ও কার্যকর্তারা। তবে এবার সর্বত্র এই কার্যক্রম হয়েছে কোভিড-১৯ প্রটোকল মেনে।