স্বাধীনতা দিবস উদযাপনে থাকবে স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ’আত্মনির্ভর ত্রিপুরা’ এবং ’জার্নি টুওয়ার্ডস হিরা টু হিরা প্লাস’

আগরতলা, ১৪ আগস্ট (হি. স.) : বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরায় আগামীকাল শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে৷ এই উপলক্ষ্যে রাজধানীর আগরতলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে৷ তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেখানো হবে স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ’আত্মনির্ভর ত্রিপুরা’ এবং ’জার্নি টুওয়ার্ডস হিরা টু হিরা প্লাস’৷

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে৷ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম রাইফেলস ময়দানে৷ অনুষ্ঠানে ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমী বিপ্লব কুমার দেব৷ এরপর মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরসৃকত করবেন৷ এদিন তিনি ৯টা ৫০ মিনিটে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন৷

মুখ্যমীর বক্তব্যের পর তথ্য ও সংসৃকতি দপ্তরের পক্ষ থেকে সংক্ষিপ্ত সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে দেখানো হবে স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ’আত্মনির্ভর ত্রিপুরা’ এবং ’জার্নি টুওয়ার্ডস হিরা টু হিরা প্লাস’৷ আগামীকাল সকালে সূযর্োদয়ের সাথে সাথে সমস্ত বেসরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ সকাল ৭টায় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সকাল ৮টা ১ মিনিটে তিনি সার্কিট হাউস সংলগ্ণ মূর্তি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন৷ সকাল ৮টা ১৫ মিনিটে গান্ধীঘাটে গান্ধী বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন তিনি৷ এরপর ৮টা ২৭ মিনিটে পোস্ট অফিস চৌমুহনীতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *