বাঙালি কম্যুনিস্টদের এক হাত নিলেন তথাগত রায়

কলকাতা, ১৫ আগস্ট (হি. স.) :  দেশভাগ নিয়ে কমিউনিস্টদের একহাত নিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

শনিবার তিনি টুইটে লেখেন, “বাঙালি কম্যুনিস্টরা ভিয়েতনাম কিউবা নিকারাগুয়া চিলি এই সব দেশ নিয়ে কলকাতার রাস্তায় নাচনকোঁদন করেছে। কিন্তু ঘরের পাশে পূর্ব পাকিস্তানে যখন আমাদের নিকটাত্মীয় বাঙালি হিন্দুদের উপর মুসলমানেরা পৈশাচিক অত্যাচার করেছে তখন তারা বোবাকালা। বাঙালি কম্যুনিস্টদের মত ভন্ড পৃথিবীতে নেই।

কিংবা দুর্ভিক্ষ সৃষ্টি করে পাঁচ কোটি মানুষ মারলে,যা করেছিল মাও Great Leap Forward (1958-60)- এর সময়। অথবা নিরস্ত্র জনসাধারণের বুকের উপর tank চালিয়ে দিলে, যা করেছিল দেঙ বেজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে। ভন্ডামিতে ও অন্য দেশের কম্যুনিস্টদের চাটুকারিতায় ভারতীয় লালদের জুড়ি নেই।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *