নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ খোয়াই জেলার তুলাশিখর হাসপাতাল সংলগ্ণ এলাকার একটি দোকান অগ্ণিকাণ্ডে সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে গেছে৷ দোকানের মালিকের নাম অরুণ দেববর্মা৷ মধ্যরাত নাগাদ দোকানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ স্থানীয় লোকজনরা আগুনের লেলিহান শিখা দেখে বেরিয়ে আসেন৷ তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আস দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানটি অগ্ণিকাণ্ডের সম্পূর্ণভাবে পুরে ছারখার হয়ে যায়৷ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে৷প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ কিভাবে অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে৷ অগ্ণিকাণ্ডে দোকান পুড়ে ছারখার হয়ে যায়৷দোকান মালিক সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় তরফ থেকে দাবি উঠেছে৷
2020-08-15